সংগঠন সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলো সংগঠনের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৭ অক্টোবর :   তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় চাঁচল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সংগঠনের কর্মী সমর্থকেরা। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ সোমবার দশমীর রাতে প্রতিমা দেখতে বেরিয়ে পুলিশের সঙ্গে গোলমাল পাকায়।

পুলিশের ড্রপ গেট দিয়ে জোর করে যাওয়ার চেষ্টা করে। নিয়ম মেনে তাকে আটকায় পুলিশ। কিন্তু সেই সময় ওই ছাত্রনেতা মহিলা পুলিশদের উদ্দেশ্য করে কটুক্তি করে বলে অভিযোগ‌।এমনকী এক ট্র‍্যাফিক অফিসারকেও নিগ্রহ করে বলে অভিযোগ।এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে চাঁচল থানায় নিয়ে আসে।বিষয়টি জানাজানি হতেই মঙ্গলবার সকালে ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব সংগঠনের কর্মী সমর্থকেরা চাঁচল থানার সামনে এসে পুলিশের বিরুদ্ধে অন্যায় ভাবে সংগঠনের সভাপতি বিমান ঝাঁকে গ্রেফতারের ঘটনায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন। দুপুরে এই বিক্ষোভের মধ্যেই ধৃত ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে চাঁচল মহকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। সেই সময় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ওই তৃণমূল নেতাকে ছাড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স ।যদিও এব্যাপারে পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব।এই পরিস্থিতির কথা জানতে পেরে চাচোল মহকুমার পদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে আসেন। দীর্ঘক্ষন আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Next Post

আমেরিকার এবারের দাবানল ভয়াবহ আকার নিয়েছে

Tue Oct 27 , 2020
নিউজ ডেস্ক , ২৭ অক্টোবর :  আমেরিকার ক্যালিফোর্নিয়া সংলগ্ন এলাকায় হু হু করে ছড়িয়ে পড়ছে দাবানল। ভয়াবহ পরিস্থিতিতে সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে লক্ষাধিক মানুষকে। শুষ্ক আবহাওয়ার জন্য লস অ্যাঞ্জেলস থেকে ৬০ কিলোমিটার দূরে ইরভাইন অঞ্চলের ফুটহিল এলাকা থেকে সোমবার ভোরবেলায় এই দাবানল সৃষ্টি হয়। দমকা হাওয়ার কারনে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম