আরসিটিভি সংবাদ :পারস্পরিক বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। গুলিবিদ্ধ এক যুবতী সহ দুইজন। শুক্রবার রাতে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার জৈনগাও গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আরও পড়ুন-একই সাথে দুটি অস্ত্রোপচারের সফলতা মেডিকেল কলেজের!
গুলিবিদ্ধ হয়ে মৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ।এছাড়াও গুলিতে জখম হয়েছে হাবিবা খাতুন ও সেইদুল নামে আরো দুইজন। এদের তিনজনেরই বাড়ি জৈনগাঁও এলাকায়। জানা গিয়েছে, এদিন ওই তিনজন গোয়ালপোখর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মদিনা চক এলাকায় এক দোকানে জিনিস কিনতে এসেছিল। সেখানেই তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
আরও পড়ুন- ক্রেতাদের দেখা না মেলায় দোকান বন্ধ! কিন্তু কেন এই হাল?
ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে জৈনগাঁও পঞ্চায়েত প্রধান ও তার সঙ্গীদের দিকে। আহত তিনজনকে প্রথমে লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে মৃত্যু হয়েছে মোহাম্মদ আরিফের। বাকী দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় উত্তেজনা প্রশমনে বসানো হয়েছে পুলিশ পিকেট। অন্যদিকে এদিন গুলি চালানোর খবর পেয়ে ইসলামপুর হাসপাতালে আসে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ প্রশাসন। কেন এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ।