চোপড়া, ৪ জুলাই : বাগান থেকে চা-পাতা গাছ কেটে ফেলার অভিযোগ উঠলো কতিপয় দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চোপড়ামারী এলাকায়।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে এলাকার বাসিন্দা নাইমুল হক, মজেমুল হক ও তজেমুল হক নামে এই তিন ব্যক্তির মালিকানাধীন প্রায় দুই বিঘা জমির চা পাতা গাছ কেটে ফেলে দিয়েছে দুষ্কৃতিরা। যদিও কেন এই কান্ড ঘটানো হল তা নিয়ে ধোঁয়াশায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকেরা। মজেমুল হক নামে এক বাগান মালিক জানিয়েছেন, রবিবার ভোরে বাগানে আসেন তিনি। এসে দেখতে পান অধিকাংশ চা গাছ উপড়ে ফেলা হয়েছে। অনেক চা গাছের পাতাগুলো কেটে ফেলেছে দুষ্কৃতিরা। এমনকী বাগানের নিমগাছগুলোকে কেটে দিয়েছে দুষ্কৃতিরা। এমনকী কিছু দূরে থাকা তার ভাইঝির বাগানেও এই কান্ড ঘটানো হয়েছে। কিছুদিন আগেই চা গাছ লাগিয়েছিলেন তারা। এই ঘটনায় প্রভূত টাকার ক্ষতি হয়েছে তাদের। এলাকায় কারো সঙ্গে তাদর কোনরকম শত্রুতাও ছিল না। তবুও কেন এই কান্ড ঘটানো হম তা বুঝে উঠতে পারছেন না তিনি।এই ঘটনায় চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছে বাগান মালিকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।