নিউজ ডেস্ক,১৮ইজানুয়ারি : পুলিশের বিরুদ্ধে এক যুবককে থানায় তুলে নিয়ে মারধরের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন স্থানীয় বাসিন্দারা৷ প্রতিবাদে মঙ্গলবার মাঝরাতে কালিয়াগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় রায় পাড়া এলাকার বাসিন্দারা। মঙ্গলবার রাত প্রায় ১ টা নাগাদ কালিয়াগঞ্জ শহরের ১৭ নম্বর ওয়ার্ডের প্রনবানন্দ স্কুলের সামনে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক পথ অবরোধ করা হয়। কনকনে ঠান্ডার রাত উত্তেজিত জনতার বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে উঠে। রায় পাড়ার বাসিন্দাদের বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খায় পুলিশ। কালিয়াগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোহিনী বর্মন ঘটনাস্থলে পৌঁছে আলোচনার মাধ্যমে ক্ষিপ্ত বাসিন্দাদের শান্ত করার চেষ্টা করেন। বিক্ষোভে সামিল রায় পাড়া এলাকার বাসিন্দা সুনীল মণ্ডলের অভিযোগ, রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার সময় তাদের কয়েকজনের পথ আটকায় পুলিশ। দেখতে চায় বাইকের ড্রাইভিং লাইসেন্সও। এরপর কোনো কথা না শুনে মদ্যপানের অভিযোগ এনে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। প্রতিবাদ করলে বিনা প্ররোচনায় লাঠি চার্জ শুরু করে পুলিশ৷ কথ্য ভাষায় চলে গালিগালাজ। পুলিশের মার খেয়ে তারা দুজন ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বাকি এক বন্ধুকে বাইক সহ থানায় তুলে নিয়ে যায় পুলিশ। রাতভর এই আন্দোলনের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর অধিক রাতে আটক করা যুবককে পুলিশ ছেড়ে দেয় বলে জানা গিয়েছে৷
পুলিশের বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ তুলে আন্দোলনে স্থানীয় বাসিন্দারা
