আর সি টিভি সংবাদ , ১০ মার্চ :আলুর বন্ডের কুপন নিতে গিয়ে হুড়োহুড়ি। হিমঘরের গেটের সামনে পদপৃষ্ঠ হয়ে আহত হলেন ১৩ জন কৃষক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মোহিত নগর এলাকায় থাকা একটি কোল্ড স্টোরেজে ।
আরও পড়ুন-বনধ ঘিরে প্রতিক্রিয়া কর্মচারী সংগঠনগুলির
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনা স্থলে যায় কোতয়ালী থানার পুলিশ। হাজির হন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত স্বয়ং। বেশ কয়েক ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শুক্রবার মোহিত নগরের সংশ্লিষ্ট হিম ঘর থেকে আলু বন্ডের কুপন বিলি করা হবে বলে জানান হয়। ওই কুপন নেবার জন্য বৃহস্পতিবার রাত থেকেই হিমঘরের সামনে ভিড় জমাতে থাকেন কৃষকেরা।এদিন সকাল ১০ টার পরে হিমঘরের গেট খুলতেই ভেতরে প্রবেশ নিয়ে হুড়োহুড়ি পরে যায় কৃষকদের মধ্যে। সেই সময়ই বিপত্তি ঘটে।