নিজস্ব সংবাদদাতা, চাঁচল; ১৯মে: সম্প্রতি মুখ্যমন্ত্রী ব্যানার্জী সংবাদ মাধ্যমের কর্মীদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষনা করেছেন।তাই এই পরিপ্রেক্ষিতে মালদহের চাঁচল মহকুমা কোভীড যোদ্ধা হিসেবে সংবাদ মাধ্যমের কর্মীদের কো-ভ্যাক্সিন দেওয়ার উদ্যোগ গ্রহন করল চাচল মহকুমা প্রশাসন।
বুধবার চাঁচল কলেজে একটি শিবিরের মধ্য দিয়ে সাংবাদিকদের কোভিড ভ্যাক্সিন দেওয়া হয়।এছাড়াও চাঁচল মহকুমার সমস্ত বাস চালক,ট্যাক্সি চালক ও খালাসিদের ভ্যাক্সিনেশন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।তবে এদিন কো-ভ্যাক্সিন রেজিস্ট্রিশন করা হলেও ফোনে কোভিড শিল্ডের মেসেজ আসাতে চাঞ্চল্য ছড়ায় ।যদিও বিষয়টি পরে সংশোধন করেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। মহকুমাশাসক সঞ্জয় পাল ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের শিবিরে। মহকুমাশাসক সঞ্জয় পাল জানান,স্বাস্থ্য কর্মী,পুলিশ প্রশাসন ছাড়াও সংবাদ কর্মীরাও করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।তারা মহামারীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি খবর সংগ্রহ করে প্রশাসন ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে।তাই প্রথম সারিতে থেকে লড়াই করার জন্য তাদেরকেও ভ্যাক্সিন দেওয়া হল। একইসঙ্গে গণপরিবহণের সঙ্গে যুক্ত সকল চালক, খালাসীদেরও টিকাকরণ কর্মসুচীর আওতায় নিয়ে আসা হয়েছে। সেইমত ভ্যাক্সিন প্রদানের কাজও শুরু হয়েছে।মেসেজ আসাতে চাঞ্চল্য ছড়ায় শিবিরে।যদিও বিষয়টি পরে সংশোধন করেন দায়িত্বে কর্মীরা।