ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করার জন্য বিশেষভাবে পরিচিত সাংবাদিক মহম্মদ জুবের (Mohammad Zubair) এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। অল্ট নিউজ (Alt News)-এর প্রতিষ্ঠাতা, জুবের অভিযোগ করেছেন যে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকির পাশাপাশি তাঁর ঠিকানা এবং ফোন নম্বরও বেআইনিভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার জঙ্গিদের ধরতে ২০ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা পুলিশের
এ বিষয়ে জুবের এক্স হ্যান্ডলে (X handle) পোস্ট করে জানান, “আমার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং আমার বাড়ির ঠিকানা, ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে আমার বাড়িতে শূকরের মাংস পাঠানো হবে। ২০২৩ সালে ঠিক একইভাবে শূকরের মাংস আমার বাড়িতে পাঠানো হয়েছিল।”
People have leaked my home address and Mobile Number and have threatened to send Pork to my address. There are already life threats against me. This isn’t the first time. The same person in 2023 had sent Pork to my address and shared the shipping address on Twitter. I am have… pic.twitter.com/GJAhrWuCBg
— Mohammed Zubair (@zoo_bear) May 12, 2025
জুবের পুলিশে অভিযোগ জানালেও এখন পর্যন্ত এফআইআর (FIR) দায়ের করা হয়নি। তিনি এও জানান, আগেরবার তাঁর অভিযোগ জানালেও মাত্র কয়েক মাসের মধ্যে এফআইআর ক্লোজ করে দেওয়া হয়।
এছাড়া, এই পোস্টে তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) এবং উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে (DK Shivakumar) ট্যাগ করেছেন।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে সোশাল মিডিয়ায় মিথ্যা প্রচার চালানো হয়েছিল। ওই সময়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে হামলা চালিয়েছে বলে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে সাংবাদিক মহম্মদ জুবের এ সমস্ত তথ্য ভুল প্রমাণ করে পাকিস্তানের প্রচারিত ভিডিও এবং তথ্য খণ্ডন করেছিলেন। তাঁর এই অক্লান্ত পরিশ্রমের পর, প্রশ্ন উঠছে কেন তাঁকে আবার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে? ভালো কাজের “শাস্তি” হিসেবে কি তাঁকে নিশানা করা হচ্ছে?