পহেলগাঁও হামলার জঙ্গিদের ধরতে ২০ লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা পুলিশের

ডিজিটাল ডেস্কঃ ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ (Anantnag) জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলার পর, অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান আরও জোরদার করল কাশ্মীর পুলিশ। হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ নাগরিক— যাঁদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক ও একজন স্থানীয় নাগরিক। ঘটনার পর থেকেই চালু হয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। সেই অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে শতাধিক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এবার অভিযুক্ত তিন কুখ্যাত জঙ্গির সন্ধানে জনগণের সহায়তা চাইল পুলিশ।

কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন জঙ্গির অবস্থান সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে ২০ লক্ষ টাকা পর্যন্ত নগদ পুরস্কার। সেইসঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, তথ্যদাতার পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন। ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান (Shopian) ও আশপাশের এলাকায় টাঙানো হয়েছে অভিযুক্তদের ছবিসহ পোস্টার। সেখানে লেখা রয়েছে— “সন্ত্রাসমুক্ত কাশ্মীর” (Terror-Free Kashmir) গড়তে সক্রিয় হোন।

আরও পড়ুনঃ ১৭ মে থেকে মাঠে ফিরছে আইপিএল, কলকাতায় পর্দা নামল আগেই

জানা গিয়েছে, হামলার ঘটনায় যুক্ত তিন সন্ত্রাসী হলেন—

  • আদিল হুসেন ঠোকার (Adil Hussain Thokar): অনন্তনাগ জেলার স্থানীয় বাসিন্দা।

  • আলি ভাই ওরফে তালহা ভাই (Ali Bhai alias Talha Bhai): পাকিস্তানি নাগরিক।

  • হাশিম মুসা ওরফে সুলাইমান (Hashim Musa alias Sulaiman): পাকিস্তানি নাগরিক।

তিনজনই পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba)-র সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। যদিও হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (The Resistance Front), যা লস্করেরই একটি শাখা সংগঠন বলে নিরাপত্তা সংস্থাগুলির অনুমান।

কাশ্মীর পুলিশের এই পদক্ষেপে জনমানসে আস্থা ফিরবে বলেই মনে করছে প্রশাসন। সন্ত্রাসের মূলোৎপাটনে জনগণের সক্রিয় ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আরও একবার স্পষ্ট করল এই প্রচার অভিযান।

Next Post

অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যাচার ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেরকে প্রাণনাশের হুমকি

Tue May 13 , 2025
ডিজিটাল ডেস্কঃ অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করার জন্য বিশেষভাবে পরিচিত সাংবাদিক মহম্মদ জুবের (Mohammad Zubair) এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। অল্ট নিউজ (Alt News)-এর প্রতিষ্ঠাতা, জুবের অভিযোগ করেছেন যে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকির পাশাপাশি তাঁর ঠিকানা এবং ফোন নম্বরও বেআইনিভাবে ছড়িয়ে […]

আপনার পছন্দের সংবাদ