নিউজ ডেস্ক, ১৬ জুলাই : মার্কিন বাহিনী প্রত্যাহার হতেই আফগানিস্তান দখলে নেমেছে তালিবানরা। প্রায় গোটা দেশটিই এখন তাদের দখলে যেতে বসেছে। সন্ত্রাসবাদীদের এই গর্জন ও পেশি আস্ফালনের মাঝেই আফগানিস্তানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দেশের সাংবাদিকতায় সর্বোচ্চ সম্মান প্রাপ্ত সাংবাদিক দানিশ সিদ্দিকী্র।
জানা গিয়েছে সংবাদসংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন দানিশ। আফগানিস্তানের লাগাতার সংঘর্ষের কভারেজে গিয়েছিলেন দানিশ।রয়টার্স সূত্রে খবর, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ছিলেন। পরে ২০০৭ সালে এজেকে মাস কমিউনিকেশন রিসার্চ সেন্টার থেকে ডিগ্রি লাভও করেছিলেন তিনি। মুম্বাইয়ে থাকলেও সম্প্রতি রয়টার্স সংস্থার হয়ে আফগানিস্তানে সংঘর্ষের কভারেজে গিয়েছিলেন তিনি। কান্দাহারে একটি দোকানদারের সঙ্গে কথা বলার সময় সেখানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সেসময় আচমকাই গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এঘটনায় আফগানিস্তানে পরিস্থিতি উদ্বেগজনক বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় রাষ্ট্রদূত৷