নিউজ ডেস্ক , ১৭ জুলাই : জামাতুল মুজাহিদিনের কুখ্যাত সন্ত্রাসবাদীকে অবশেষে ফাঁসিতে ঝোলাল বাংলাদেশ ৷ জানা গিয়েছে বাংলাদেশের জামাতুল মুজাহিদিনের (জেএমবি)-র প্রাক্তন সামরিক প্রধান আসাদুজ্জামান চৌধুরীকে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাতে ফাঁসি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ৬ ই ডিসেম্বর নেত্রকোণা শহরে উদীচী ও শতদল সাংস্কৃতিক সংস্থার দফতরে সন্ত্রাসবাদীরা আত্মঘাতী বোমা হামলা চালায়। এই ঘটনায় নাম ওঠে আসে জামাতুল মুজাহিদিনের৷ এই সন্ত্রাসবাদী হামলায় ৮ জনের মৃত্যু হয়। অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছিলেন৷ তদন্তে পুলিশ জানতে পারে বাংলা ভাইয়ের নির্দেশে ও আসাদুজ্জামান চৌধুরী এই হামলা চালায়। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত৷ মামলায় বাংলাদেশের নিম্ন আদালত অভিযুক্ত সন্ত্রাসবাদীর ফাঁসির আদেশ দেয়৷ পরে হাইকোর্ট এবং হাই কোর্টের আপিল বিভাগও তার ফাঁসির রায় বহাল রাখে। বৃহস্পতিবার রাতে আসাদুজ্জামানের প্রাণদণ্ড কার্যকর করা হয় বলে ঘোষণা করেন সিনিয়র জেল সুপার মহম্মদ গিয়াসউদ্দিন। তিনি জানান, রাত সওয়া ১টার সময়ে ওই জঙ্গির দেহ পুলিশি পাহারায় ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে সৎকারের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।