নিউজ ডেস্ক, ১৬ জুলাই : ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জার্মানীর বেশকিছু অঞ্চল। নিখোঁজ প্রায় হাজারের বেশি। মৃত্যু হয়েছে অন্তত ৫০। বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় জেলা প্রশাসন। জানা গিয়েছে বেশকিছু দিন ধরে পশ্চিম এবং দক্ষিণ জার্মানিতে প্রবল বর্ষণ শুরু হয়েছে।
ঘটনায় জার্মানির পশ্চিম এবং দক্ষিণ ভাগে নীচু এলাকাগুলিতে হড়পা বানের সৃষ্টি হয়। আচমকাই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সবচেয়ে করুণ পরিস্থিতি রাইনল্যান্ড-প্যালাটিনেটে।পশ্চিম জার্মানির বেনেলাক্স অঞ্চল, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া এবং রাইনল্যান্ড-প্যালাটিনেট সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কোথাও ১৫০ মিলিমিটার, আবার কোথাও ২০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এঘটনায় প্রায় ১৩০০ মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। জার্মানির আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, বেশ কিছু জায়গায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ১০০ বছর রেকর্ড ভেঙেছে। জার্মানীর পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে নেদারল্যান্ডসেও। বৃষ্টির জেরে মিউসে নদীর জল বাড়তে শুরু করায় মাসট্রিচ শহরে বন্যার ভ্রুকুটি দেখা দিয়েছে। সবমিলিয়ে বন্যার আতংক এখন বিশ্বের কয়েকটি দেশে।
আরও খবর পড়ুন : মন্ত্রীর পায়ের পাতায় ঝুলছে মাস্ক, বিতর্ক