শান্তনু চট্টোপাধ্যায়, রায়গঞ্জ , ১৩ই সেপ্টেম্বর : করোনা সংক্রমনের জেরে চলা লকডাউনের কারনে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বেসরকারী বাস মালিকদের। এই কারনে পূজার মরসুমে চাঁদা দেওয়া সম্ভব হবে না। রবিবার রায়গঞ্জের বেসরকারি বাস ষ্ট্যান্ডে উত্তর দিনাজপুর বাস ওনার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের (Bus Owners Welfare Association) কক্ষে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
এদিনের বৈঠকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ,ইসলামপুর,দক্ষিন দিনাজপুর, মালদা, শিলিগুড়ি এবং বিহারের বাস মালিকরা উপস্থিত ছিলেন। রায়গঞ্জ বাস মালিক সংগঠনের সাধারন সম্পাদক প্লাবন প্রামানিক জানিয়েছেন, করোনা সংক্রমনের কারনে দেশ জুড়ে লকডাউন ছিলো। এই লকডাউনের পর ৬০ শতাংশ বেসরকারি বাস রাস্তায় নামলেও বাকি ৪০ শতাংশ বাস রাস্তায় নামে নি। আর্থিক ক্ষতি স্বীকার করেও এই ৬০ শতাংশ বাস চালানো হয়েছে। বাস চালানো হলেও বিভিন্ন ট্যাক্সের ক্ষেত্রে কোনো ছাড় মেলেনি।এর ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বেসরকারি বাস মালিকদের। তাই আগামী পূজা মরসুমে বিশ্বকর্মা, দূর্গা,কালী,মহরম এবং ছটপূজার চাঁদা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।
এই সিদ্ধান্তের কথা প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে। প্লাবনবাবু আরো বলেন,পুজোর মরসুমে কোনো বাস মালিকদের উপর চাঁদা নিয়ে জুলুমবাজী হলে আমরা সমস্ত বাস তুলে নেবো। এত ক্ষতি স্বীকার করার পর এছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ থাকবে না। ” এদিন বিভিন্ন জেলা থেকে আগত বাসমালিকেরাও এই সিদ্ধান্তে সীলমোহর দেন।