বালুরঘাটে চাকরি বাতিল জেনে স্কুলেই আসেন নি 'অযোগ্য' কর্মী

বালুরঘাটে চাকরি বাতিল জেনে স্কুলেই আসেন নি ‘অযোগ্য’ কর্মী

বালুরঘাটে চাকরি বাতিল

আরসিটিভি সংবাদ :  হাই কোর্টের নির্দেশে অবশেষে চাকরি বাতিল হল অযোগ্য ডি গ্রুপ কর্মীদের৷ এদিনই আদালতের নির্দেশে বাতিল কর্মীদের নামের তালিকাও প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনও। কিন্তু তালিকা প্রকাশের আগেই স্কুল অনুপস্থিত এক চতুর্থ শ্রেণির কর্মী। ঘটনা বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের।

হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বিদ্যালয়ের ডি গ্রুপের যে চাকরি বাতিল হয়েছে, তার ১৯১১টি নামের তালিকা প্রকাশ করল করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আর এক তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলায় ৪০ জনেরও বেশি নাম রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – স্কুলে গরহাজিরা এবং পঠনপাঠনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে ,বেতন বন্ধের ঘোষণা শিক্ষা সংসদের

জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণ্ময় ঘোষ এবিষয়ে জানান, তাদের কাছে এখনও লিষ্ট আসেনি। তালিকায় ৪৭১ নম্বরে থাকা মুক্তা বর্মন বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের চতুর্থ কর্মী ছিলেন। কিন্তু এদিন তিনি স্কুলে আসেন নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী বলেন, ওই কর্মী ২০১৮ সালের ডিসেম্বর মাসে কাজে যোগ দিয়েছিলেন। এর আগে তার বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক জানতে চাইলে, বিস্তারিত তথ্য জানানো হয়েছে। কিন্তু চাকরি বাতিলের কোনো নির্দেশনামা এখনো পান নি তিনি।

আরও পড়ুন – শীত মরসুমে কয়েক হাজার বিদেশি পাখির দেখা মিলছে “শহুরে” পুকুরে।

এদিকে, গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হতেই, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশে এই জেলায় প্রায় চল্লিশ জন অযোগ্য ব্যক্তির চাকরি বাতিল হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি তুলেছেন স্বরুপবাবু। তবে তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী জানিয়েছেন, এটি আদালতের বিচারাধীন বিষয়। আইন, আইনের পথেই চলবে। তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নন।

 

 

Next Post

কবে সচেতন হবেন মানুষ ?

Fri Feb 10 , 2023
আরসিটিভি সংবাদ : যানজট সমস্যার স্থায়ী সমাধান করতে তৎপর রায়গঞ্জ পৌরসভা, পুলিশ ও প্রশাসন। শহরকে গতিশীল রাখতে ইতিমধ্যেই মাস্টার প্ল্যান গৃহীত হয়েছে। আমরা দেখেছি স্টেশন বাজার উচ্ছেদ কিংবা টোটো নিয়ন্ত্রণের নির্দেশিকা জারির বিষয়। সেই সঙ্গে শহরে চালু হয়েছে ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম। কিন্তু তারপরেও রায়গঞ্জের যানজটের একটি বড় কারন ছিল […]
রায়গঞ্জে ফুটপাথ জবর দখল

আপনার পছন্দের সংবাদ