আরসিটিভি সংবাদ :বালুরঘাট শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের শান্তিকলোনি এলাকার ব্যক্তি মালিকাধীন একটি বড় পুকুর রয়েছে। যে ভাবে জলাশয় বোঝানোর অভিযোগ উঠছে, তাতে টলটলে জল নিয়ে দাঁড়িয়ে থাকা এই এমন বিশাল পুকুর, শহর এলাকায় দেখা মেলা, কার্যত দিন দিন স্বপ্নের মত হয়ে যাচ্ছে।
আরও পড়ুন-বন্ধুর জীবন বাঁচাতে কৌটো হাতে রাস্তায় নামল বন্ধুরা
আর এই পুকুরেই গত কয়েক বছর ধরে কয়েকটি বালিহাঁস আসা যাওয়া করতে শুরু করেছিল। কিন্তু এবছর একেবারে রেকর্ড পরিমাণ অতিথি পাখির ভিড় জমেছে এই পুকুরে। অতিথি পাখিদের জন্য অনুকূল পরিবেশ ও পর্যাপ্ত খাবার থাকায় এই বছর শীত মরসুমে কয়েক হাজার বিদেশি পাখির দেখা মিলছে এই “শহুরে” পুকুরে। এই অতিথি পাখি গুলি ঝাঁক বেঁধে ভোরে এসে দিনভর পুকুরের জলে খেলে, আবার সন্ধ্যেবেলায় উড়ে যায়। গত অগ্রহায়ণ মাস থেকেই এই পাখিদের দেখা মিলছে এলাকায়। বালুরঘাট শহরের মধ্যেই এমন সুদৃশ্য দেখতে ধীরে ধীরে সাধারণ মানুষের ভীড় বাড়ছে এলাকায়। শিকারীদের খপ্পরে যাতে না পড়ে, তাই এখানে আসা অতিথি পাখিদের রক্ষণা বেক্ষণ করছেন স্থানীয় বাসিন্দারাই।
এই পুকুর কে অতিথি পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার দাবি তুলেছেন পরিবেশবিদ ও পাখিপ্রেমীরা।