নিউজ ডেস্ক , ২৩ ডিসেম্বর : পাঠানের পর আবারও বোল্ড বিকিনিতে দীপিকা পাড়ুকোন।ফাইটার সিনেমায় হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের রসায়ন প্রথম ঝলকেই হিট।ফাইটার ছবিতে প্যাটির চরিত্রে হৃতিক রোশন ও মিন্নির চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।
জেলাজুড়ে বনাঞ্চলে পিকনিকে নিষেধাজ্ঞা
ছবির নতুন গানে হৃতিক-দীপিকা জুটির প্রেম রসায়ন ছবি রিলিজের আগেই সিনেমাপ্রেমীদের চর্চায়।কখনও সমুদ্রের নীল জলে আবার কখনও সাদা বালিতে শুয়ে দুজনের প্রেম দৃশ্য এখনই চলে এসেছে চর্চায়।বিশাল শেখরের সঙ্গীত পরিচালনায় ‘ইশক জ্যায়সা কুছ’ গানের দৃশ্যে সমুদ্রের নোনা জলেই ইশকের আগুন কয়েকগুন জ্বালিয়ে দিয়েছেন হৃতিক-দীপিকা জুটি।
বাড়ি থেকে সোনার গয়না নিয়ে চম্পট
সিক্সপ্যাক অ্যাবে হৃতিক রোশন এবং বোল্ড বিকিনিতে দীপিকা পাড়ুকোন ইশকের আগুনের মাত্রা কয়েকগুন বাড়িয়ে দিয়েছেন।দীপিকার বুকে মাথা রেখে হৃতিকের ইশক বাড়িয়ে দিয়েছে শরীরি উষ্ণতা।২০২৪ এর ২৫ জানুয়ারী মুক্তি পেতে চলেছে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ফাইটার।রিলিজের আগেই প্রথম লুকে বাজিমাত করেছে হৃতিক-দীপিকা জুটি।