সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তে বাড়ছে মাদক জট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের তদন্তে বাড়ছে মাদক জট

নিউজ ডেস্ক,  ২৭ সেপ্টেম্বর :  এবারে মাদক সেবন নিয়ে মুখ খুলিলেন পরিচালক করন জোহর। এক বছর আগে তার বাড়িতে দীপিকা পাড়ুকোন, অর্জুন কপুর,মালাইকা অরোরা সহ এক ঝাঁক তারকার সমাগম ও তাদের মাদকাসক্ত অবস্থায় থাকার দৃশ্য ধরা পরে। কিন্তু সেই সব ছবি ভুল বলে জানালেন করন জোহর (Karan Johar)। 

https://www.instagram.com/p/CFkWDqFpgXv/?utm_source=ig_web_button_share_sheet

তিনি স্যোশাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে বলেন, তিনি নিজে মাদক সেবনও করেননা, আবার মাদক সেবন প্রশ্রয়ও দেন না। যে ভিকি কৌশলকে ভিডিওতে মাদকাসক্ত মনে হচ্ছে তিনি আসলে ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন ও লেবু জল খাচ্ছিলেন। এমনকি ধর্মা প্রোডাকশনের এক্সেকিউটিভ প্রোডিউসার ক্ষিতিশ প্রসাদের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই বলেও জানান তিনি। অন্যদিকে এন সি বি জেরার মুখে ড্রাগ সেবনের কথা অস্বীকার করলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে “ছিছোড়ে” সিনেমার সাফল্যের পার্টিতে যোগ দিয়েছিলেন তা মানলেও ড্রাগ খাওয়ার বিষয়ে অস্বীকার করেন তিনি। এদিন ছয় জন এন সি বি আধিকারিকের জেরার মুখে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন শ্রদ্ধা কাপুর। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ছবির স্যুটিং চলাকালিন ড্রাগ নিতেন এমনকি মেকআপ ভ্যানের ভেতরে বসেও ড্রাগ সেবন করতেন। একই ধরনের মন্তব্য করেন সারা আলি খানও।

অপরদিকে এদিনই তলব করা হয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। এদিন তার স্বামী অভিনেতা রনবীর সিং জেরার সময় স্ত্রী- র সাথে থাকতে চাইলেও তা মঞ্জুর করা হয়নি। কোলাবার গেস্ট হাউজে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোনকে। অপরদিকে সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করা হয় সাউথ মুম্বাইয়ে এন সি বি- র জোন্যাল অফিস বাল্লার্ড এস্টেটে। এদিন বিখ্যাত এই অভিনেত্রীদের এন সি বি জেরা করতে নিরাপত্তা ব্যবস্থা ছিলো জোরদার ও বেরিকেডের ব্যবস্থা করা হয়েছিলো।

Next Post

প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং

Sun Sep 27 , 2020
নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :   প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং। রবিবার দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তার মৃত্যুতে টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৫০ থেকে ১৯৬০ এই সময়ে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন যশবন্ত সিং। পরে রাজনীতিতে পা রাখার কারণে […]

আপনার পছন্দের সংবাদ