নিউজ ডেস্ক,৩ ফেব্রুয়ারিঃকাজ না করেই টাকা আত্মসাৎ ও স্বজনপোষণের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দার। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে মালদার চাঁচল ১ নং ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা আহকাম খান পঞ্চায়েত প্রধান রেজাউল খানের বিরুদ্ধে মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, সরকারী প্রকল্পে আসা কলাবাগানের সম্পূর্ণ টাকা কাজ না করেই আত্মসাৎ করেছেন প্রধান রেজাউল খান।প্রধানের ভাই এবং বৌদি এই সমস্ত কাজের বরাত পেয়েছিলেন। তালিকায় যে সমস্ত উপভোক্তাদের নাম ছিল তারা কেউ টাকা পাননি।এছাড়াও গ্রামে সরকারি প্রকল্পে বরাদ্দ হাস মুরগী খামার তৈরি, রাস্তা নির্মাণের টাকা কাজ না করেই তুলে নেওয়া হয়েছে বলে দাবী অভিযোগকারী। অন্যদিকে অভিযোগকারীর এই বক্তব্য মেনে নিয়েছে গ্রামবাসীদের একাংশ।
অন্যদিকে এবিষয়ে চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন, অভিযোগ এসেছে। অভিযোগ প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।অন্যদিকে গোটা ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুধু কলিগ্রাম নয়, রাজ্যজুড়েই শাসকদল পরিচালিত পঞ্চায়েতে দূর্নীতি হয়ে চলেছে বলে দাবী বিজেপি নেতৃত্বের।যদিও দুর্নীতি করলে দল তার পাশে দাঁড়াবে না।আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস ব্লক তৃণমূল নেতৃত্বের।