ওবিসি সংরক্ষণে হাইকোর্টের স্থগিতাদেশ, বিধানসভা চত্বরে বিজেপির লাড্ডু বিতরণ

ডিজিটাল ডেস্ক: ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়ের পর বিধানসভা চত্বরে লাড্ডু বিতরণ করে রীতিমতো উৎসবের মেজাজে বিজেপি (BJP)। বুধবার দুপুরে বিধানসভা থেকে বেরিয়ে শাঁখ, কাঁসর, করতাল, ঘণ্টা বাজিয়ে রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই উদযাপন করেন বিজেপি বিধায়করা। দলের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কদের হাতে ছিল লাড্ডুর প্যাকেট। বিধানসভা গেটের সামনেই দাঁড়িয়ে পথচারীদের মধ্যে ওই লাড্ডু বিতরণ করেন তাঁরা। সেই সময় শ্লোগান ওঠে— ‘ওবিসি বিল, হরি বোল’। এদিন প্রায় ১টা নাগাদ বিধানসভা থেকে বেরিয়ে মিছিলের মতো করে আসেন বিজেপি বিধায়করা। তাঁদের মুখে ছিল স্পষ্ট অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার মুসলিম সম্প্রদায়ের জন্য পরোক্ষে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ পাঁচ বছর পর সুশান্তের জীবনে ফিরছে বলিউড, তৈরি হচ্ছে প্রেমের গল্পের বায়োপিক

প্রসঙ্গত, বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করেছে। আদালতের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে মানা হয়নি। ওবিসি সমীক্ষায় বিধিনিষেধ না মানার কারণে রাজ্যের বিজ্ঞপ্তি আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয় আদালত।

এই রায়কে ‘বড় জয়’ হিসেবে দেখছে বিজেপি। শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে উপেক্ষা করে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করেছিলেন। আদালতের রায় প্রমাণ করল বিজেপির অভিযোগ ঠিক ছিল।” বিজেপির দাবি, ওবিসি সংরক্ষণের আড়ালে মুসলিমদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে চাইছিল রাজ্য সরকার।

এদিন বিজেপির কর্মসূচিতে বিধানসভার বাইরে দৃশ্যত উচ্ছ্বসিত ছিলেন বিজেপি বিধায়করা। শাঁখ, কাঁসর, ঢোল বাজিয়ে তাঁরা উদযাপন করেন হাইকোর্টের এই রায়।

Next Post

আম পাড়াকে কেন্দ্র করে রক্তারক্তি! রায়গঞ্জে বন্ধুর হাতে গুরুতর জখম তৃতীয় শ্রেণির ছাত্র

Wed Jun 18 , 2025
ডিজিটাল ডেস্ক: ফের আম পাড়াকে ঘিরে ছোটদের খেলা রূপ নিল ভয়ঙ্কর সংঘর্ষে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ (Raiganj) এলাকার পাঁচভায়ায় আম পাড়াকে কেন্দ্র করে এক তৃতীয় শ্রেণির ছাত্রের চোখে গুরুতর আঘাত লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আহত ছাত্রের চোখে অস্ত্রোপচার হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে। স্থানীয় পাঁচভায়া প্রাথমিক […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম