ডিজিটাল ডেস্কঃ পাঁচ বছর পেরিয়েও বলিউড ভক্তদের মনের মণিকোঠায় এখনও উজ্জ্বল সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। এবার তাঁর জীবনের প্রেমকাহিনি উঠে আসছে সেলুলয়েডে। সুশান্ত-রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) সম্পর্ক ঘিরেই তৈরি হতে চলেছে বায়োপিক।
বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক রুমি জাফরি (Rumi Jafry) জানালেন, তিনি কাজ শুরু করেছেন সুশান্ত ও রিয়ার প্রেমের কাহিনি নিয়ে। এই প্রেমের গল্পের উপর ভিত্তি করেই তৈরি হবে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সুশান্তের জীবিত অবস্থাতেই তিনি নাকি এই গল্পটি পর্দায় আনার কথা ভাবতেন।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। পরে সিবিআই (CBI) সেই মামলার তদন্তের ভার নেয়। তদন্ত চলাকালীন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছিল। সুশান্ত ও রিয়ার প্রেম নিয়েও তখন থেকেই নানা চর্চা চলেছে।
আরও পড়ুনঃ আদালতের নির্দেশে রাজ্যে ফিরছে ১০০ দিনের কাজ, ১ আগস্ট থেকে চালু
রুমি জাফরি জানাচ্ছেন, “আজও মনে হয় সুশান্ত (Sushant) যেন আমাদের আশেপাশেই রয়েছে। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল ভীষণ প্রাণবন্ত। ও এক মুহূর্তও শান্তভাবে বসে থাকতে পারত না। সব সময় কথা বলত, হাসত, মজা করত। রিয়া সবসময় ওকে সামলানোর চেষ্টা করত। সুশান্তের জীবিত থাকাকালীনই আমি ওদের প্রেমের গল্প পর্দায় আনতে চেয়েছিলাম।”
রিয়া চক্রবর্তীর জন্য সুশান্তের ভালবাসা ছিল নিঃস্বার্থ। এমনটাই দাবি রুমির। তিনি বলেন, “রিয়া সুশান্তের জন্য প্রাণ পর্যন্ত দিতে পারত। তাঁদের প্রেমটা ছিল সাধারণ কোনও সম্পর্ক নয়, ছিল গভীর অনুভূতির বাঁধনে বাঁধা।”
এই সিনেমায় সুশান্তের চরিত্রে কাকে দেখা যাবে? রুমি জানিয়েছেন, তিনি চাইছেন ‘জিগরা’ (Jigra) ছবির বেদাঙ্গ রায়না (Vedang Raina) সুশান্তের চরিত্রে অভিনয় করুক। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
পরিচালক রুমি জাফরির বিশ্বাস, এই ছবি দর্শকদের আবার নতুন করে সুশান্তের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে। টিনসেল টাউনে ফের সুশান্ত-প্রেমে মেতে উঠবে বলিউড, এমনটাই মনে করছেন তিনি।