নিউজ ডেস্ক , ০৩ নভেম্বর : বিধানসভা ভোটের প্রচারে বিহার যাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভোটের প্রচারে যাওয়ার পথে মঙ্গলবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে আসেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, দিল্লি থেকে তিনি শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান।
সেখানে উত্তরবঙ্গের চার সাংসদ সাংসদ জন বার্লা, জয়ন্ত রায়, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পাশাপাশি বিভিন্ন জেলার নেতৃত্বও তাঁকে স্বাগত জানান। এরপর দলীয় নেতৃত্ব প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কিছু সময়। বাগডোগরায় কিছু সময় থাকার পর তিনি হেলিকপ্টারে করে বিহারের উদ্দেশ্যে রওনা হন। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী৷ উল্লেখ্য বুধবার রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রীর কিছু সময়ের এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ সামনে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের নির্বাচন। সেই দিক থেকে দেখলে এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি ৷ দলের সাংগঠনিক শক্তি খতিয়ে দেখতে খোদ রাজ্যে আসছেন অমিত শাহ নিজেই৷ যদিও সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডার রাজ্যে আসার কথা থাকলেও পরে তা বাতিল হয়।