নিউজ ডেস্ক , ০৩ নভেম্বর : মুর্শিদাবাদের রানীনগর থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে আরও এক যুবককে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা এন আই এ-র আধিকারিকরা। বিশেষ সূত্রে জানা গেছে ধৃতের নাম আব্দুল মোমিন মণ্ডল(৩২)।
ধৃত ওই যুবকের বাড়ি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের রানীনগরের নজরানা গ্রামে। স্থানীয় রাইপুর গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করত ওই যুবক। তাঁর বিরুদ্ধে আগে ধৃত ন’জনের মধ্যে কয়েকজনের সাথে যোগাযোগ করা, নতুন সদস্য নিয়োগ করা সহ নানাবিধ সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা, নতুন সদস্যদের মগজধোলাই করার মত গুরুতর অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, গত ১৯ শে সেপ্টেম্বর মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গী ও রানীনগর থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে ছয় সন্দেহভাজন ও পরে জলঙ্গী থেকে একজনকে এনআইএ গ্রেপ্তার করে। সোমবার রাতে এনআইএ’র তিন সদস্যের প্রতিনিধি দল স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে আব্দুল মোমিনের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই মোবাইল সহ বৈদ্যুতিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তদন্ত চালাচ্ছে এন আই এর আধিকারিকরা৷