ভগ্নপ্রায় মাটির ঘর। তা সত্ত্বেও কাটমানি দিতে না পারায় তালিকা থেকে নাম বাদের অভিযোগ উপভোক্তার। ঘটনায় বিতর্কের সূত্রপাত হয়েছে মালদার চাঁচলের আশ্রম পাড়ায়। এলাকার বাসিন্দা উর্মিলা দাসের ভগ্নপ্রায় মাটির ঘর।উপরে ভাঙা টালির চালা।
অ্যাম্বুলেন্স বসিয়ে রাখার অভিযোগ
রাতে কনকনে শীতের হাওয়া ঢোকে ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে।স্বামী নেই। ছেলে টোটো চালিয়ে সংসার চালায়। ঘরের জন্যে সার্ভে করতে আসে প্রশাসনিক আধিকারিকেরা। কিন্তু দাবীমত ২৫হাজার টাকা দিতে না পারায় আবাস তালিকা থেকে বাদ পড়েছে নাম। ঘটনায় অভিযোগের আঙুল শাসকদলের নেতাদের দিকে।
শিলিগুড়িতে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, গ্রেফতার ১০
অন্যদিকে কাটমানি দিতে না পারাতেই তালিকা থেকে নাম বাদ পড়েছে অভিযোগ এনেছে ওই বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যও।যদিও কোন সমস্যা থাকলে ব্লক প্রশাসনের কাছে তাদের আবেদন করতে বলেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার।তাদের সমস্যা সমাধানে সচেষ্ট হবেন বলে জানিয়েছেন তিনি।