নিউজ ডেস্ক , গোয়ালপোখর ১৯ সেপ্টেম্বর : বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো দুটি বস্ত্র বিপণনীর দোকান। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার সাহাপুর বাজারে।
জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবার রাতেও দুই বস্ত্র বিক্রেতা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর গভীর রাতে আচমকাই আগুন ধরে যায় তাদের দোকানে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় দুটি দোকানে। দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন।
বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। যদিও ততক্ষণে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকানই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। দোকানে থাকা প্রচুর জামা কাপড় পুড়ে গিয়েছে।।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে।