আগামী বছরের জানুয়ারি মাসেই কী হতে চলেছে রায়গঞ্জ পুরসভার ভোট? অন্তত এমন জল্পনা চলছে শহরজুড়ে। অসমর্থিত সূত্রের খবর, রাজ্যের অন্যান্য কয়েকটি পুরসভার সাথে রায়গঞ্জ পুরসভা ভোট যাতে আগামী জানুয়ারি মাসে করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত।
আবাস তালিকা থেকে বাদ নাম, অভিযোগ কাটমানির
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গ্রীন সিগনালের পর এবিষয়ে নোটিফিকেশন জারী হতে পারে। উল্লেখ্য লোকসভা নির্বাচনের পর,সদ্য সমাপ্ত বিধানসভার উপনির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ তবে শহরাঞ্চলে বিরোধীদের ভোটের হার বৃদ্ধি পাওয়ায় ক্ষত নিরাময়ে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ এ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই পুর নির্বাচন গুলিকে অ্যাসিড টেস্ট হিসেবেই দেখতে চাইছে তৃণমূল। উল্লেখ্য ২০১৭ সালে শেষ পুরভোট অনুষ্ঠিত হয়েছিল রায়গঞ্জে।
অ্যাম্বুলেন্স বসিয়ে রাখার অভিযোগ
সেই ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছিল বিরোধীরা। ২০২২ এ বোর্ডের মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। প্রশাসক বসিয়েই চলছিল পুরসভার কাজ। এনিয়ে সমালোচনায় সরব হয়েছিল বিরোধী দলগুলি। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়েছিলেন সাধারণ মানুষ ও। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের জানুয়ারি মাসেই হতে পারে রায়গঞ্জ পুরসভার ভোট।