চোখের জলে বিদায় উত্তর দিনাজপুর জেলার প্রবাদ প্রতীম ক্রীড়াবিদকে

চোখের জলে বিদায় উত্তর দিনাজপুর জেলার প্রবাদ প্রতীম ক্রীড়াবিদকে

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২৭ অক্টোবর :   প্রয়াত হলেন জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ রবীন্দ্রনাথ নিয়োগী। উদয়পুর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ছিলেন রবীন্দ্রনাথ বাবু। মঙ্গলবার সকাল ১১ টা ৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ জেলার ক্রীড়া মহল।

উল্লেখ্য, জেলা তথা রাজ্যের ক্রীড়া মহলে বিশেষ পরিচিত নাম রবীন্দ্রনাথ নিয়োগী। অতীতে জেলায় বহু খেলোয়াড়ের জন্ম দিয়েছে এই ক্রীড়াপ্রেমী মানুষটি। দীর্ঘ বহুবছর ধরে এই উদয়পুর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক ছিলেন রবীন্দ্রনাথ বাবু। তাঁর হাত ধরে বহু খেলোয়াড় আজ জেলা, রাজ্যস্তরের গন্ডি টপকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার ১১ টা ৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। এমনকি সোমবারও রায়গঞ্জের উদয়পুরের মাঠে তাঁর ছাত্রছাত্রীদের প্রশিক্ষন দিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ জেলার ক্রীড়ামহল। এদিন রবীন্দ্রনাথ বাবুর মরদেহ নিয়ে আসা হয় তাঁর প্রশিক্ষন কেন্দ্রের মাঠে উদয়পুরে। সেখানে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস, ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্য, তাঁর প্রিয় ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিত্বরা। এরপর চোখের জলে বিদায় জানান প্রয়াত এই বিশিষ্ট ক্রীড়াবিদকে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস জানান, জেলার ক্রীড়া মহলে প্রবাদ প্রতীম ব্যক্তিত্ব ছিলেন রবিদা। দীর্ঘ বহুবছর ধরে উদয়পুর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক থাকার পাশাপাশি জেলা এবং রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি প্রশিক্ষক হিসেবে যেতেন। তাঁর হাত ধরে বহু খেলোয়াড় আজকে জেলা, রাজ্যস্তরের গন্ডি টপকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ জেলার ক্রীড়া মহল। পাশাপাশি ক্রীড়া প্রশিক্ষক সজল দাস জানান, তাঁর প্রয়াণে ক্রীড়াজগতের গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর ছাত্ররা জানান তাদের প্রশিক্ষকের প্রয়াণে খুবই দুঃখিত এবং মর্মাহত তারা। এদিন চোখের জলে বিদায় জানানো হয় প্রবাদ প্রতীম এই ক্রীড়াবিদকে।

Next Post

সংগঠন সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলো সংগঠনের সদস্যরা

Tue Oct 27 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২৭ অক্টোবর :   তৃণমূল ছাত্র পরিষদের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় চাঁচল থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সংগঠনের কর্মী সমর্থকেরা। মঙ্গলবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত হরিশ্চন্দ্রপুর ১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝাঁ সোমবার দশমীর রাতে প্রতিমা দেখতে বেরিয়ে […]

আপনার পছন্দের সংবাদ