তালিবানকে নিষিদ্ধ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম সোশাল মিডিয়া সংস্থা ফেসবুক

তালিবানকে নিষিদ্ধ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম সোশাল মিডিয়া সংস্থা ফেসবুক

নিউজ ডেস্ক , ১৭ আগস্ট : তালিবানের সমর্থনে পোস্ট করলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার এমনটাই জানাল ফেসবুক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুরো আফগানিস্তানের দখল নিয়ে নিয়েছে তালিবানরা। এই পরিস্থিতিতে তালিবানকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করল জুকারবার্গের সংস্থা। উল্লেখ্য দীর্ঘ দু’দশক পরে আফগানিস্তানের দখল নিয়ছে তালিবানরা।

ফলে আতঙ্কে রীতিমতো কাঁপছে কাবুল সহ পুরো আফগানিস্তান। রাস্তায়, পার্কে দাপিয়ে বেড়াচ্ছে সশস্ত্র তালিবানরা। প্রাণে বাঁচতে যে কোনো উপায়ে দেশ ছাড়ার চেষ্টা করছেন হাজার হাজার মানুষ৷ এই পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ করল ফেসবুক। এমনকি তালিবানদের পক্ষে করা যাবতীয় পোস্ট মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। তালিবানরাও যে কোনও বার্তা প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করে থাকে। সেই সব দিক বিবেচনা করে ফেসবুকের তরফে সিদ্ধান্ত হয়েছে তালিবানকে নিষিদ্ধ করার। এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, “মার্কিন আইন অনুযায়ী তালিবান জঙ্গি সংগঠন। সেই কারণে ফেসবুক থেকে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে।” জানানো হয়েছে, যে সকল প্রোফাইল থেকে তালিবানদের বার্তা ছড়িয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হবে সেগুলো। এখনও পর্যন্ত ফেসবুকে তালিবানিদের সমর্থনে যাবতীয় যা পোস্ট করা হয়েছে, তা মুছে ফেলা হচ্ছে। নতুন করে পোস্ট করা হলে সেক্ষেত্রেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

Next Post

পাকা রাস্তার নির্মাণ কাজের সূচনা, খুশি এলাকাবাসীরা

Tue Aug 17 , 2021
মানিকচক, ১৭ আগস্ট : পাকা রাস্তার নির্মাণ কাজের সূচনা হলো মানিকচক ব্লকের দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম নারায়নপুর এলাকায়। মঙ্গলবার এই রাস্তার নির্মাণকাজের সূচনা করেন মানিকচক এর বিধায়ক সাবিত্রী মিত্র। প্রায় চার কোটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে এই রাস্তাটি নির্মিত হবে। বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের পূর্ত […]

আপনার পছন্দের সংবাদ