নিউজ ডেস্ক, ২২ আগস্ট : ক্রমশঃই উত্তপ্ত হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। উত্তর আফগানিস্তানের পঞ্জশিরে সম্মুখ সমরে দুই প্রতিদ্বন্দ্বী তালিবান ও বিরোধীজোট নর্দার্ন অ্যালায়েন্স। ফলে শনিবার রাত থেকে কব্জায় না থাকা এলাকাগুলিতে ঢুকতে শুরু করেছে তালিবান বাহিনী।
সূত্রের খবর, ইতিমধ্যেই পঞ্জশিরের আন্দারাব এলাকা ঘিরে ফেলেছে তারা। অন্যদিকে পালটা তাদের ঠেকাতে মরিয়া নর্দার্ন অ্যালায়েন্স। কাবুল তালিবানদের দখলের পরেই তালিবানের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার কথা জানিয়ে ছিলেন স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্। ফলে সেখানে ট্যাঙ্ক নিয়ে সন্মুক সমরে তালিবান বিরোধী আফগান সেনা। এদিকে আফাগানিস্তানের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লা মহম্মদির দাবি, দেশের উত্তর পূর্বের বাঘলান প্রদেশের পুল-ই-হেসার, দেহ সালহা এবং বানু–এই তিনটি জেলা পুনর্দখল করেছে তালিবান বিরোধীরা। পাশাপাশি হিন্দুকুশ পর্বতমালার কোলে এখনও দুর্জয় ঘাঁটি পঞ্জশির প্রদেশ। একদিকে যখন কাবুলের রাস্তায় বন্দুক হাতে দাপিয়ে বেরাচ্ছে তালিবান, তখন ১২৫ কিলোমিটার দূরে, পঞ্জশিরে শুধুই নর্দার্ন অ্যালায়েন্সের জয়জয়কার। প্রত্যেকটা গাড়িতে উড়ছে নর্দার্ন অ্যালায়েন্সের সবুজ-সাদা-কালো পতাকা। যদিও তালিবান বাহিনী নদার্ন অ্যালায়েন্সকে ৪ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে। এখন দেখার দুই গোষ্ঠীর যুদ্ধ কোনদিকে গড়ায়?