নিউজ ডেস্ক, ৮ সেপ্টেম্বর : তালিবানের অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রর সামনে অকুতোভয় এক আফগান মহিলাকে দেখল গোটা বিশ্ব।কাবুলের রাস্তা তখন বিক্ষোভে উত্তাল৷ সেই সময়
কাবুলে ‘পাকিস্তান দূর হটো’, ‘তালিবান দূর হটো’ স্লোগান তুলে নতুন স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার আফগান। তাঁদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি।
এই পরিস্থিতিতে সেই প্রতিবাদ মিছিল রুখতে মরিয়া তালিবান। মৃত্যুভয়কে তুড়ি মেরে তালিবানের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে রীতিমতো গর্জে উঠছেন মহিলারা। আন্দোলনের সেই চিত্র এখন ভাইরাল নেট দুনিয়ায়। বিশ্বের কাছে নিজেদের ভাবমূর্তি যাতে খারাপ না হয় সেজন্য প্রতিবাদীদের রুখতে বুলেটের আশ্রয় নিয়েছে তালিবানরা। এই ঘটনার টোলো নিউজের সাংবাদিক জাহরা রহিমি টুইট করে বলেন, ‘‘এক আফগান মহিলা নির্ভয়ে তালিবানের সশস্ত্র যোদ্ধার সামনে দাঁড়িয়ে রয়েছেন।’’ নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি। আর তার পরেই ওই মহিলার সাহসের প্রশংসা শুরু হয়েছে। উল্লেখ্য ১৯৮৯ সালের ১৫ এপ্রিল থেকে চিনের বেজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে ছাত্রছাত্রীদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। ৪ জুন চিনা সেনা গিয়ে সেই বিক্ষোভ দমন করে। বিক্ষোভ থামাতে গুলি থেকে শুরু করে কামান সব ব্যবহার করা হয়। আর তখনই একটা ছবি চমকে দিয়েছিল গোটা দুনিয়াকে। সেনাট্যাঙ্কের রাস্তা আটকে দাঁড়িয়ে এক ব্যক্তি। পরবর্তীকালে সেই ব্যক্তির আর কোনও খোঁজ না পাওয়া গেলেও সেই ছবি ‘আইকনিক’ ছবির তকমা পেয়েছিল।