আফগানিস্তানে ফৌজ পাঠালে ফল ভাল হবে না, ভারতকে হুমকি তালিবানের

নিউজ ডেস্ক, ১৪ আগস্ট :    মার্কিন ফৌজ ও ন্যাটো বাহিনী সেনা প্রত্যাহার করতেই প্রায় গোটা আফগানীস্তানের দখল নিয়েছে তালিবানরা৷ ধীরে ধীরে গোটা দেশ দখলের পথে জঙ্গি গোষ্ঠীটি। কাবুল থেকে মাত্র কিছুটা দূরেই তালিবানরা ঘাঁটি গেড়েছে৷

আফগানীস্তানের রাজধানী দখল এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিক ও তাদের দূতাবাসের কর্মীদের নিরাপত্তার জন্য পুনরায় ফৌজ পাঠাচ্ছে আমেরিকা। মূলত তিন হাজার বাহিনী পাঠাচ্ছে তারা। এই ঘটনায় অন্যান্য দেশ যদি ফৌজ পাঠায় তাহলে তাদের দখল, আগ্রাসন নীতি ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করে এবারে ভারতকে সরাসরি হুমকি দিল তালিবানরা। মূলত আফগানিস্তানে সামরিক অভিযান চালালে ফল ভাল হবে না বলে ভারতকে হুমকি দিয়েছে তালিবানরা। কাতারের রাজধানী দোহা থেকে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছে, “যদি আফগানিস্তানে সেনা নিয়ে আসে ভারত, তাহলে আমার মনে হয় এটা তাদের জন্য ভাল হবে না। আফগানিস্তানে অন্য দেশগুলির সেনাবাহিনীর কী অবস্থা হয়েছে তা তারা দেখেছে। তাই এই পরিস্থিতি তাদের জন্য খোলা বইয়ের মতো।” এদিকে কাতারের রাজধানী দোহায় আমেরিকা, চিন, পাকিস্তান ও কাবুলের সঙ্গে শান্তি আলোচনা চালাচ্ছে তালিবান। শুক্রবার ছিল বৈঠকের শেষ দিন। তবে এই পরিস্থিতিতে ভারতের মাথা ব্যাথা মূলত আফগানিস্তানে ভারতীয় স্বার্থরক্ষা নিয়ে। পাশাপাশি পাকিস্তান ও কাশ্মীর। গত কুড়ি বছরে আফগানিস্তানের ৩৪টি প্রদেশে ভারত চারশোরও বেশি প্রকল্প তৈরি করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দেড় বিলিয়ন ডলার। ভারতীয় প্রকল্পের হানি তালিবানরা করবে না বলে মৌখিক আশ্বাস দিয়েছে। কিন্তু ভারত নিশ্চিত নয়। চিন তার ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পে আফগানিস্তানকে শামিল করার চেষ্টা চালাচ্ছে পুরোদমে। পূর্ব লাদাখে তারা ভারতকে যে নতুন করে বিব্রত করবে না, সেই নিশ্চয়তা কোথায়?

তালিবানের মুখপাত্র সুহেল শাহিন

Next Post

স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রীর হাত থেকে বিশেষ সম্মান পাচ্ছেন উত্তর দিনাজপুরের সদ্য প্রাক্তন পুলিশ সুপার সুমিত কুমার সহ রাজ্যের ১০ আই পি এস অফিসার

Sat Aug 14 , 2021
নিউজ ডেস্ক , ১৪ আগস্ট : এবছর স্বাধীনতা দিবসে অসামান্য কর্মদক্ষতা এবং প্রশংসনীয় সেবার জন্য মুখ্যমন্ত্রী পুলিশ পদক প্রদান করা হবে। রবিবার ১৫ ই আগষ্ট এই পদক গ্রহণ করবেন রাজ্যের ১০ পদস্থ পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে পদক প্রাপ্তির তালিকায় প্রথমেই রয়েছেন কলকাতার নগরপাল আই পি এস সৌমেন মিত্র, কারেকশনাল সার্ভিসের […]

আপনার পছন্দের সংবাদ