নিউজ ডেস্ক, ৩ সেপ্টেম্বর : আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ায় চিনের এখন নজর সেদেশের বাগরাম বায়ুসেনা ঘাঁটি। কারণ এই ঘাঁটি ভৌগলিক দিকে থেকে ভারতের বিরুদ্ধে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। ফলে পাকিস্তানকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে পুরো শক্তি দিয়ে চিন ঝাঁপিয়ে পড়তে পারে বলে মনে করছেন প্রাক্তন মার্কিন কূটনীতিবিদ নিকি হ্যালি।
উল্লেখ্য দীর্ঘ দুই দশক ধরে আমেরিকার দশ হাজারেরও অধিক সেনা এই ঘাঁটিতে মোতায়েন ছিল। ভৌগলিকগত ও উচ্চতার জন্য এই ঘাঁটির গুরুত্ব অনেক বেশি। ফলে এই সুযোগকে কাজে লাগিয়ে বাগরাম ঘাঁটি নিজেদের আয়ত্তে আনার মরিয়া চেষ্টা চালাতে পারে চিন। এমনটাই আশঙ্কা করছেন নিকি। নিকি আরও বলেন, “আফগানিস্তানের মাটি ছাড়লেও আমেরিকার উচিত সেদেশের পাশাপাশি চিনের উপর কড়া নজর রাখা। কারণ এই পরিস্থিতির সুযোগে অনেক কিছুই করতে পারে চিন।” বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে সরকার গঠনের পথে তালিবান। যদিও নর্দান অ্যালায়েন্স তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও এখন তালিবানের ভিত নড়াতে পারে নি। ফলে তালিবান সরকার গঠন করলে পাকিস্তানের মাধ্যমে বাগরাম বায়ু সেনা ঘাঁটি দখল করে চিন অশান্তি পাকাতে পারে৷ এরকম পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি নিয়ে আলোচনারও দাবি জানিয়েছেন নিকি। ফলে জল কোনদিকে গড়ায় এখন সেদিকে নজর রাখছেন কূটনীতিবিদরা।