আবেগপ্রবণ বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় কেঁদে ফেললেন চেয়ারম্যান

আবেগপ্রবণ বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় কেঁদে ফেললেন চেয়ারম্যান

নিউজ ডেস্ক , ১১ আগস্ট : বাদল অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভে রীতিমতো উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। বুধবার অধিবেশনের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য লোকসভা মুলতুবি করে দেওয়ার কথা ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা।

রাজ্যসভায় তিনটি কৃষি আইনের বিরোধীতায় মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীদলের সাংসদরা। চেয়ারম্যানের টেবিলে উঠে বিধিনিয়ম সংক্রান্ত কাগজ, ফাইল ছুড়তে থাকেন সাংসদরা। সেই প্রসঙ্গ টেনে বুধবার রাজ্যসভায় কেঁদে ফেললেন উচ্চকক্ষের চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। বুধবার অধিবেশনের শুরুতেই রাজ্যসভার চেয়ারম্যান বলেন, “মঙ্গলবার যেভাবে সংসদের পবিত্রতা ধ্বংস করা হয়েছে, তাতে আমি দুঃখিত। যেভাবে কয়েকজন সদস্য টেবিলে বসে পড়েছিলেন, কয়েকজন টেবিলে উঠে পড়েছিলেন, তা অপবিত্রতার কাজ। এই কাজের নিন্দা করার কোনও ভাষা নেই আমার। আমি বিনিদ্র রাত কাটিয়েছি।” সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যানের সেই মন্তব্যের মধ্যেই অবশ্য স্লোগান দিতে থাকেন বিরোধী নেতারা। তার জেরে বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। উল্লেখ্য, গত ১৯ জুলাই সংসদে শুরু হয়েছিল বাদল অধিবেশন। তখন থেকেই পেগাসাস, নয়া কৃষি আইন, জিনিসপত্রের দামবৃদ্ধি-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সংসদে সরব হয়েছিলেন বিরোধীরা। শুরু থেকেই প্রায় প্রত্যেক দিনই ঘণ্টার পর ঘণ্টা মুলতুবি থেকেছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের অধিবেশন। সংসদে অধিবেশন অচলাস্থার জন্য বিরোধীদের দায়ী করে কড়া সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরাও পাল্টা বিবৃতি জারি করে জানিয়েছে, পেগাসাস নিয়ে সংসদে আলোচনার দাবি কেন্দ্র না মানায় বিরোধীরা বিক্ষোভের পথে হেঁটেছে।

Next Post

ভোটাভুটির আগেই বিজেপির পঞ্চায়েত সদস্যাকে অপহরণের অভিযোগে চাঞ্চল্য এলাকায়

Wed Aug 11 , 2021
বালুরঘাট , ১১ আগস্ট : বিজেপির এক গ্রাম পঞ্চায়েত সদস্যাকে অপহরণের অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। অপহৃতা সদস্যা দিপালী মার্ডি-র মা মরিয়ম মার্ডি মঙ্গলবার এবিষয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিজেপির অভিযোগ বৃহস্পতিবার ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি রয়েছে। […]

আপনার পছন্দের সংবাদ