লক করা হল জাতীয় কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট। কেন্দ্রকে কটাক্ষ দলীয় নেতৃত্বের

নিউজ ডেস্ক , ১২ আগস্ট : প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট ব্লক করার পর এবার জাতীয় কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডল ব্লক করা হল৷ বৃহস্পতিবার এমনই অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।

এর আগে রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছিল। শুধু রাহুল গান্ধী নয়, কংগ্রেসের ৫ জন বর্ষীয়ান নেতার বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে টুইটার, জানা গিয়েছে এমনটাই। সেই তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মাকেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সুরজেওয়ালা, কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর, মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব ও অসমের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আলওয়ারের অ্যাকাউন্ট। শুধু কংগ্রেস নেতাদেরই নয়, এবারে কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটিও অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হল। টুইটার অ্যাকাউন্টের ‘ব্লকের’ ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, “কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে টুইটার ইন্ডিয়া। মোদীজি কতটা ভয় পেয়েছেন? মনে রাখবেন, শুধুমাত্র সত্যি, অহিংসা এবং মানুষের ইচ্ছাশক্তিকে সঙ্গী করে আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করবে কংগ্রেস। আমরা তখন জিতেছিলাম, আমরা আবারও জিতব।” প্রসঙ্গত, দিল্লিতে নয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। পরে সেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি সেই ছবি পোস্টও করেন। আর এরপরেই রাহুল গান্ধীর ট্যুইটার অ্যাকাউন্ট প্রথমে সাসপেন্ড ও পরে লকড করে দেওয়া হয়।

Next Post

গঙ্গা নদীর বাঁধ ভেঙে প্লাবিত

Fri Aug 13 , 2021
মানিকচক , ১৩ আগস্ট : জলের তোড়ে গঙ্গা নদীর বাঁধ ভেঙে বৃহস্পতিবার রাতে প্লাবিত হল মালদার ভূতনি চরের কেশরপুর সহ বিস্তীর্ণ এলাকা। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠেছে গঙ্গা সহ উত্তরবঙ্গের একাধিক নদীগুলি। দু’কূল ছাপিয়ে তা প্লাবিত করেছে নদী তীরবর্তী এলাকাকেও। যুদ্ধকালীন তৎপরতায় রিং বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত শুরু […]

আপনার পছন্দের সংবাদ