নিউজ ডেস্ক, ৬ জুলাই : দীর্ঘ লড়াইয়ের অবসান। প্রয়াত হলেন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। মঙ্গলবার সকাল সাড়ে চারটে নাগাদ চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
গত ১২ই মে করোনা আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনা সংক্রমণ কেটে গেলও ফুসফুসের সমস্যা দেখা দেয়।
অতি সংকটজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁকে একমো সাপোর্টে রাখা হয়। এরপর ফুসফুস প্রতিস্থাপনের জন্যে তাঁকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হল না। এদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের হাসপাতালে মৃত্যু হয় তাঁর।জানা গিয়েছে, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কলকাতায় নিয়ে আসা হবে মুকুলের স্ত্রীর দেহ। বুধবারই দেহ কলকাতায় নিয়ে আসা হতে পারে। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু এই মুহূর্তে চেন্নাইতেই রয়েছেন। মায়ের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। কৃষ্ণা রায়ের মৃত্যুতে শোকের ছায়া মুকুলের পরিবার ও রাজনৈতিক মহলে।তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর ওই শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তাতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিধায়ক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠ ভাবে চিনতাম। তিনি মানুষের ভাল চাইতেন।’
আরও খবর পড়ুন : প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এস বি আই