নিউজ ডেস্ক, ৫ জুলাই : ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর৷ আলিপুর আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস বলছে বুধবার থেকে রাজ্যজুড়ে চলবে বৃষ্টি। এমনকি পাহাড়েও ধস নামতে পারে। আবহাওয়া দফতর থেকে জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত নিম্নচাপের অক্ষরেখা।
এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে উত্তর-দক্ষিণ অক্ষরেখা। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বাংলায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের আকাশে রোদ-মেঘের লুকোচুরি চলবে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় মূলত ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সপ্তাহভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি
আরও খবর পড়ুন : ছেলের প্রাক্তন স্ত্রী বাবার বর্তমান! হতবাক করা কান্ড ঘিরে চাঞ্চল্য