নিউজ ডেস্ক, ০৭ জুলাই : ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ অসম ও মেঘালয়ে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎসস্থল অসমের গোয়ালপাড়া।
ভূমিকম্প অনুভূত হয় উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। রায়গঞ্জ, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। ঘটনায় অনেকেই আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। মৃদু ভূমিকম্প হওয়ায় অধিকাংশ মানুষই টের পান নি। তবে যারা কম্পন অনুভব করেছেন তারা আতংকে ঘরে বাইরে বেরিয়ে আসেন। এর আগে গত ২৮ এপ্রিল সাত সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। আশ্চর্যজনকভাবে সেই দিনটিও ছিল বুধবার। উল্লেখ্য তারও আগে রাতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎসস্থল ছিল সিকিম। সাধারণ মানুষের বক্তব্য, একেই করোনার ভয়াল থাবায় জনজীবন বিপর্যস্ত৷ তারওপর মাঝে মধ্যেই ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্কিত তারা। কিন্তু পরপর ভূমিকম্পর কারণ কি তা নিয়ে পর্যালোচনা করছেন ভূবিজ্ঞানীরা। তবে এদিনের ভূমিকম্পর জেরে এরাজ্যে ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি। কিন্তু আসামে ক্ষয়ক্ষতির খবর রয়েছে কি না সেবিষয়েও এখনও স্পষ্ট কিছু জানা যায় নি।