
নিউজ ডেস্ক, ২৬ জুন : একবার আক্রান্ত হয়েছিলেন করোনায়, সুস্থ হয়ে যাওয়ার পর ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়াও হয়ে গিয়েছে। এরপরও আক্রান্ত হলেন ডেল্টা প্লাসে। জানা গিয়েছে, রাজস্থানের বিকানিরের বাসিন্দা, বছর ৬৫ এর এক বৃদ্ধার দেহ থেকে মিলেছে ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। তিনি আবার করোনা জয়ী।
এই পরিস্থিতিতে রাজস্থানের প্রথম করোনার ডেল্টা প্লাস কেস উদ্বেগে রাখছে চিকিৎসকদের।
বিকানির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর ও পি চাহার জানিয়েছেন, গত ৩০ মে ওই মহিলার স্যাম্পেল পরীক্ষার জন্য পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। রিপোর্ট আসলে জানা যায় তিনি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট আক্রান্ত। পাশাপাশি মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও জানিয়েছেন, বিকানির বাংলা নগর অঞ্চলের বাসিন্দা ওই মহিলা করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠার নির্দিষ্ট সময় পর উনি কোভ্যাক্সিনের দুটি ডোজও নিয়েছিলেন। তারপরেও তিনি কীভাবে ডেল্টা প্লাসে আক্রান্ত হলেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।তবে তাঁর কোনও উপসর্গ এখনও পর্যন্ত প্রকট না হওয়ায় আপাতত তাঁকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর তরফেও ডেল্টা প্লাস নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। হু জানিয়েছে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বা প্রজাতিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকবিলা করতে হবে। ভ্যাকসিনেশন হলেও, তার সঙ্গে মাস্ক ব্যবহার অত্যন্ত জরুরি। বিশ্বস্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, ভ্যাকসিনেশনই শুধুমাত্র ডেল্টা প্লাসকে হারানোর একমাত্র উপায় নয়। ফলে মাস্ক ব্যবহারও প্রয়োজন।
আরও খবর পড়ুন : করোনা প্রতিরোধে বিধিনিষেধ পালনে সেনা নামাতে পারে বাংলাদেশ
