
নিউজ ডেস্ক, ২৭ জুন : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু বিমানবন্দর। শনিবার রাত দুটো নাগাদ বিমানবন্দরে বায়ুসেনা নিয়ন্ত্রিত টেকনিক্যাল এরিয়ায় জোড়া বিস্ফোরণ হয়। বিস্ফোরণ ২ টির মাঝে সময়ের ব্যবধান ছিল মাত্র ৫ মিনিট।
ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে। জানা গেছে, জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতী বায়ুসেনার অধীনে রয়েছে। যাত্রীবাহী উড়ানও এখান থেকে অপারেট হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ফরেন্সিক দল। এখনও বিস্ফোরণের কোনও কারণ জানা যায়নি। এদিকে, জম্মু-কাশ্মীর পুলিস জানিয়েছে, নারওয়াল এলাকা থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরকসহ গ্রেফতার হয়েছে এক জঙ্গি। এদিনের বিস্ফোরণের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিস। ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।
