
নিউজ ডেস্ক, ২৬ জুন : বাংলাদেশে ভয়ংকরভাবে থাবা বসিয়েছে করোনা (Corona Virus) সংক্রমণ। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকায় ব্যাহত হচ্ছে টিকাকরণ কর্মসূচি।
পাশাপাশি করোনা বিধিনিষেধ সাধারণ মানুষের একাংশ না মানায় সমস্যা আরও বাড়ছে। করোনা সংক্রমণে রাশ টানতে এবার সেনা নামানোর কথা ভাবছে হাসিনা সরকার। এবিষয়ে বাংলাদেশের (Bangladesh) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন আপাতত সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ লাগু করা হবে। পরে প্রয়োজন হলে তা আরও বাড়ানো হবে। তিনি বলেন, “এবার এই সিদ্ধান্ত কঠোরভাবে বলবৎ করার জন্য পুলিশ থাকবে, বিজিবি থাকবে। পাশাপাশি সেনাবাহিনীও থাকতে পারে।” উল্লেখ্য, গতকাল বা শুক্রবার রাতে সরকারের তরফে জানানো হয়, ২৮ জুন সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোটা দেশে শাটডাউন চলবে। এই সময় জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বেরতে পারবেন না। তথ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার থেকে সাতদিনের জন্য এই বিশেষ লকডাউন দেওয়া হচ্ছে। কীসে কীসে ছাড়, তাও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সংবাদমাধ্যমকে এই শাটডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ রুখতে এই ক্ষেত্রে ভারতের দিল্লি ও মুম্বইয়ের সাফল্যের চিত্র দেখেই এই পথে হেঁটেছে বাংলাদেশ সরকার।
আরও খবর পড়ুন : লক্ষ্য ২০২৪, যুব শক্তিকে চাঙ্গা করতে নয়া গান তৃণমূলের
