মালদা, ১৩ জুলাই : ভুয়ো ফোনের চক্করে অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা উধাও হয়ে গেল এক স্কুল শিক্ষকের। মঙ্গলবার এই অভিযোগে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিত ওই স্কুল শিক্ষক। জানা গিয়েছে, মালদা টাউন স্কুলের শিক্ষক শুভময় চৌধুরীর কাছে সোমবার রাতে
টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে। সিম কার্ড বন্ধ হয়ে যাওয়া রুখতে ১০ টাকার রিচার্জ করাতে বলা হয়। সেইমত অনলাইনে রিচার্জ করার সঙ্গে সঙ্গে ২৫হাজার টাকা কেটে নেওয়া হয়। সেটি ফেরত পেতে অনলাইনে রিফান্ডের জন্য আবেদন করতে বলা হয়।সে করতে গিয়ে ধাপে ধাপে প্রায় তিনলক্ষ টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় বলে অভিযোগ। শুভময়বাবু জানান, সোমবার রাতে তার মোবাইলে টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির ফোন আসে। ফোনের সিম পুরোনো হয়ে গেছে সেজন্য ১০টাকার রিচার্জ করতে বলা হয়। অন্যথা সিম বন্ধ হয়ে যাবে বলে জানানো হয় তাকে। তৎক্ষণাৎ ১০টাকার রিচার্জ করে ফেলেন অনলাইন পেমেন্টের মাধ্যমে। কিন্তু সেখানেই কেটে নেওয়া হয় প্রায় ২৫হাজার টাকা। সেটি ফেরত পেতে ওই ভুয়ো ব্যক্তি তাকে গেম খেলতে বলে। সেই গেম খেলতে গিয়ে ধাপে ধাপে প্রায় তিনলক্ষ টাকা তার একাউন্ট থেকে গায়েব হয়ে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার এই মর্মে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই ব্যক্তি।