নিউজ ডেস্ক , ১৪ জুলাই : সদ্য বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবি ঘটেছে কংগ্রেসের৷ শূন্য হাতে ফিরতে হয়েছে তাদের৷ এই পরিস্থিতিতে ২০২৪ লোকসভা নির্বাচন পাখির চোখ করে যখন সমস্ত দল ঘর গোছাতে শুরু করেছে তখন তাসের ঘরের মতন ভেঙে পড়ছে প্রাচীন কংগ্রেস দলটি৷
কোথাও দলের নেতারা কংগ্রেস ছেড়ে বিরোধী শিবিরে নাম লেখাচ্ছেন কেউ আবার দল ছেড়ে দিচ্ছেন৷ এরই মধ্যে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন প্রয়াত সাংসদ সোমেন মিত্রর পুত্র রোহন মিত্র। বুধবারই প্রদেশ নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু তার আগেই পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন রোহন মিত্র। চিঠিতে সোমেন-পুত্র দাবি করেছেন, ‘অধীর চৌধুরী যোগ্য ও বলিষ্ঠ নেতা। কিন্তু তিনি যাঁদের নিয়ে চলছেন, মানুষের কাছে তাঁদের কোনও গ্রহণযোগ্যতাই নেই। সেই কারণেই কংগ্রেসের এই হাল। এমনকি বিধানসভা ভোটে পরাজয়ের পরেও কংগ্রেসকে নতুনভাবে ঢেলে সাজানোরও কোনও পরিকল্পনাও নিতে দেখা যাচ্ছে না নেতৃত্বকে।’ এই কারণেই পদত্যাগ বলে চিঠিতে দাবি করেছেন রোহন।