আরসিটিভি সংবাদ –গত বিধানসভা ভোটেও বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ছোট দেউড়া গ্রামে অনুন্নয়নের অভিযোগে ভোট বয়কট করেছিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। আত্রেয়ী নদীর জল গড়িয়েছে অনেক দূর৷ তা সত্ত্বেও গ্রামে উন্নয়নের আঁচ এসে পৌঁছায় নি৷ জানা গিয়েছে গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কাশিয়া খাড়িতে আজও কোনো কংক্রিটের পাকা সেতু তৈরি হয় নি৷ এমনকি নেই পাকা রাস্তাও। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে হয়রানীর মধ্যে পড়তে হচ্ছে তাদের।
আরও পড়ুন –ডাক্তারের চেম্বারে দালালচক্র!
একাধিকবার জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো ক্সজ হয় নি বলে অভিযোগ৷ আর এতেই গত বিধানসভা ভোটের সময়েও ভোটদানে বিরত ছিলেন গ্রামবাসীরা। তখনও একই আশ্বাস মিলেছিল প্রশাসন থেকে। কিন্তু বিধানসভা ভোটের পর প্রায় দুবছর হতে চললএ কোনো হেলদোল নেই প্রশাসনের৷ তারই প্রতিবাদে ফের আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের রাস্তায় গ্রামবাসীরা। এই ঘটনায় গ্রামে টাঙানো হয়েছে ব্যানারও। গ্রামবাসীদের দাবি বন্যার সময় এই এলাকায় এক মানুষ জল হয়। পরিবার অন্যত্র আশ্রয় নিতে হয়। নেই সেতু। চলাচলের জন্য অবিলম্বে এই খাড়ির ওপর সেতুর প্রয়োজন। অথচ প্রশাসনের কর্তাব্যক্তিদের এলাকায় দেখাই যায় না। আশ্বাসই সার।
আরও পড়ুন –বাহিন জমিদারবাড়ি ঘিরে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র
এদিকে এলাকার বিজেপি মন্ডল সভাপতি বুধন মার্ডি জানান, তারা রাজনৈতিক দল হিসেবে ভোট বয়কটের সমর্থন করেন না। কিন্তু গ্রামবাসীদের রাস্তা ও সেতুর দাবি ন্যায্য। জেলা প্রশাসন গ্রামবাসীদের দাবি মেনে এলাকায় পাকা রাস্তা ও ব্রীজের কাজ যাতে দ্রুত শুরু করে সেই দাবিও জানান ওই বিজেপি নেতা।তবে জলঘর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গোপাল মুর্মু জানান, বর্তমানে রাস্তা ও ব্রীজের জন্য একটি তহবিল থেকে টাকা পাওয়ার কথা রয়েছে। টাকা এলেই কাজ শুরু করে দেওয়া হবে।