আর সি টিভি সংবাদ , ৩ মার্চ : গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুরের হিলি – বালুরঘাট রুটের রাস্তায় একটি মোটর বাইকে তল্লাশি চালিয়ে দশটি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ।
উদ্ধার করা সোনার বিস্কুটের আনুমানিক মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। ঘটনায় বিমান মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বনোরা গ্রামে। শুক্রবার উদ্ধার হওয়া সোনার বিস্কুট সহ ধৃত ব্যক্তিকে বালুরঘাটে শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়।
নর্দমা তৈরির বিবাদের জেরে পুরসভার ভেতরেই আক্রান্ত চেয়ারম্যান
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ সেক্টর এর বিএসএফ আধিকারিকদের সাথে হিলির ১৩৭ ব্যাটেলিয়ান বিএসএফ যৌথভাবে ওই মোটরবাইকে তল্লাশি চালায়। তাতে দশটি সোনার বিস্কুট উদ্ধার হয়। বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ওই সোনার বিস্কুট হিলিতে আসার পর সেখান থেকে বাসে করে সেগুলো বালুরঘাট আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছেন বালুরঘাটের শুল্ক দফতরের আধিকারিক শ্যামল বর্ধন।