নিউজ ডেস্ক, ০৩ জুন : করোনার থাবায় এবারে প্রয়াত হলেন রাজ্য স্বাস্থ্য-পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিক গৌতম চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
রাজ্যে টিকা আনা থেকে বণ্টন, সমস্ত কাজেই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। এছাড়াও ১০২টি অ্যাম্বুল্যান্সের দায়িত্বে ছিলেন এই আধিকারিক। নিয়েছিলেন ভ্যাকসিনের প্রথম ডোজ। তবুও শেষ রক্ষা হল না।জানা গিয়েছে, কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে কলকাতার মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। এরপর বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় এই আধিকারিকের।টিকা জন্য ভারত বায়োটেক বা সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্বও ছিল গৌতম চৌধুরীর। কবে কখন টিকা আসবে, কতগুলি আসবে, কীভাবে আসবে, সবকিছুতেই নজর রাখতেন তিনি। করোনার বিরুদ্ধে লড়াই করতে করতে এবার মারণ ব্যাধীর বলি হলেন নিজেই।