সমব্যাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ উপভোক্তাদের

সমব্যাথী প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ উপভোক্তাদের

নিউজ ডেস্ক , ইংরেজবাজার , ২৮ সেপ্টেম্বর : দুঃস্থ পরিবারের মৃতদেহ সৎকারের জন্য আর্থিক সহায়তা বিষয়ক সমব্যাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের অর্থ নিয়েও এবারে দুর্নীতির অভিযোগ। তাও আবার খোদ প্রধানের বিরুদ্ধে। সোমবার সমব্যাথী প্রকল্পের টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মালদার ইংরেজবাজার ব্লকের সামনে ধর্নায় বসলেন কাজি গ্রাম অঞ্চলের বাসিন্দারা।

এদিন এই পঞ্চায়েতের বাগবাড়ি, ৫২ বিঘা সহ একাধিক এলাকার মহিলারা সমব্যাথী প্রকল্পের দুই হাজার টাকা করে না পেয়ে বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন। ধর্নায় বসা মহিলাদের অভিযোগ কারো স্বামী এক বছর, আবার কারো স্বামী ছয় মাস আগে মারা গেছে। কিন্তু সমব্যাথী প্রকল্পের টাকা তারা এখনও পর্যন্ত পাননি। কাজি গ্রাম অঞ্চলের প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়েই এদিন তারা বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন।

নিজস্ব চিত্র , ইংরেজবাজার

অন্যদিকে এবিষয়ে ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী জানান সমব্যাথী প্রকল্পের টাকা পঞ্চায়েতগুলিকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাজি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তারা কেন সেই টাকা এখনও পাননি তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।

Next Post

প্রকাশ্য দিবালোকে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা, পাকড়াও চার অপহরণকারী

Mon Sep 28 , 2020
নিউজ ডেস্ক , হরিশ্চন্দ্রপুর , ২৮ সেপ্টেম্বর : প্রকাশ্য দিবালোকে ফিল্মি কায়দায় এক হাতুড়ে ডাক্তারকে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও স্থানীয়দের প্রচেষ্টায় ধরা পড়ে যায় অপহরণকারীরা। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভালুকা রোড কোরিয়ালি এলাকায়। জানা গিয়েছে, জহরুল ইসলাম ওরফে শীতল নামে ওই হাতুড়ে ডাক্তারের কোরিয়ালি […]

আপনার পছন্দের সংবাদ