নিউজ ডেস্ক , হরিশ্চন্দ্রপুর , ২৮ সেপ্টেম্বর : প্রকাশ্য দিবালোকে ফিল্মি কায়দায় এক হাতুড়ে ডাক্তারকে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও স্থানীয়দের প্রচেষ্টায় ধরা পড়ে যায় অপহরণকারীরা। সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভালুকা রোড কোরিয়ালি এলাকায়। জানা গিয়েছে, জহরুল ইসলাম ওরফে শীতল নামে ওই হাতুড়ে ডাক্তারের কোরিয়ালি গ্রামীণ হাসপাতালের সামনে একটি ছোট্ট ওষুধের দোকান রয়েছে।
পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেল এর সহ-সভাপতি। এদিন দুপুর ১টা নাগাদ আচমকা তার দোকানে তিনটি গাড়িতে চেপে হানা দেয় প্রায় ১২ জনের এক দুষ্কৃতী দল। সেসময় দুষ্কৃতীরা 6 রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। এরপরেই ফিল্মি কায়দায় জহরুল ইসলামকে গাড়িতে তুলে চম্পট দেয় দুষ্কৃতিরা। দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভালুকা বাজার স্ট্যান্ড এলাকায় অপহরণকারীদের গাড়ি আটকানোর চেষ্টা করে স্থানীয়রা। সেসময় স্থানীয়দের লক্ষ করে আবারো বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু স্থানীয়রা দ্বিতীয় গাড়িটিকে ধাওয়া করে ধরে ফেলে। সেটিতেই নিয়ে যাওয়া হচ্ছিল জহরুল ইসমালকে। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় তাকে। অন্যদিকে দুষ্কৃতীদের তৃতীয় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে যায়।
ঘটনায় চারজন অপহরণকারীকে আটক করে আমজনতা। যদিও বাকীরা পালিয়ে যায়। খবর পেয়ে জহুরুল ইসলাম সহ চার দুষ্কৃতিকে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। স্থানীয়দের দাবি কালিয়াচকের দুষ্কৃতী দলই এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় সাধারন মানুষের নিরাপত্তার দাবীতে বিক্ষুব্ধ জনতা ভালুকা ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। যদিও পরিবারের দাবী জহরুল ইসলামের কারো সঙ্গে কোন শত্রুতা নেই। কি কারণে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিরা তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে এলাকায়।