নিউজ ডেস্ক, মালদা, ২৭ সেপ্টেম্বর : মালদা জেলা ক্রীড়া সংস্থার (DSA) নতুন কমিটি গঠিত হল রবিবার। রবিবার শহরের মাহেশ্বরী ভবনের সভাকক্ষে মালদা জেলা ক্রীড়া সংস্থার (DSA) নতুন কমিটি গঠন হলো। ১৬ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। খেলাধুলোর মান উন্নয়নে বিশেষ ভূমিকা আগেও পালন করেছে ডি এস এ। এবারে মালদায় নতুন কমিটি গঠিত হল রবিবার।
সর্বসম্মতিক্রমে জেলা ক্রীড়া সংস্থার (DSA) নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট হলেন সোমেশ চন্দ্র দাস এবং শ্যামাপদ কুন্ডু। মালদা জেলা ডি এস এর সেক্রেটারি শুভেন্দু চৌধুরীর অকাল প্রয়াণে শোকাহত জেলা DSA। এবারে জেলা ক্রীড়া সংস্থার (DSA) জেনারেল সেক্রেটারি পদ পেলেন প্রয়াত শুভেন্দু চৌধুরীর ভাই তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রণব ভট্টাচার্য এবং প্রদীপ দে। ট্রেজারার হলেন দিলীপ কুমার দে।
পদাধিকারবলে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে থাকছেন। এদিন আর সি টিভি সংবাদকে কৃষ্ণেন্দু বাবু জানান, মালদা জেলা ক্রীড়া সংস্থাকে (DSA) নতুনভাবে সাজানো হবে। গ্রামগঞ্জে খেলাধুলোর মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন তিনি পাশাপাশি জেলাস্তরের খেলাধুলার মান উন্নয়নে নতুন পরিকল্পনা রয়েছে তার। নতুন করে কর্মসংস্থান তৈরী হবে জেলায়। এছাড়াও প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গনি খান চৌধুরী এবং ডঃ বিধান চন্দ্র রায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করা হবে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। এছাড়াও খেলাধুলোর মান উন্নয়নে ক্রীড়া প্রেমীদের তথা সকল স্তরের মানুষদের এগিয়ে আসার আহবান জানান প্রাক্তন মন্ত্রী।