নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ১৫ ডিসেম্বর : করোনার কারনে বন্ধ স্কুলের পঠনপাঠন। ফলে স্কুল মাঠের বেশিরভাগ জায়গা দখল করে রাখা হয়েছে নানান নির্মাণসামগ্রী। ফলে সমস্যায় পড়তে হচ্ছে প্রাতঃভ্রমণকারীদের পাশাপাশি ক্রীড়াবিদদের।চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের ওই মাঠে বিভিন্ন নির্বাচন থেকে শুরু করে, সরকারি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাঠের অধিকাংশ জায়গাজুড়ে নির্মাণসামগ্রী রাখার পাশাপাশি মাঠটির সামনে তৈরি হয়েছে গাড়ি রাখবার অস্থায়ী একটি স্ট্যান্ডও। সেখানে অটো, টোটো, ভটভটি থেকে শুরু করে নানা যানবাহন সারিভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। উল্লেখ্য চাঁচলের ঐতিহ্যবাহী এই ইনস্টিটিউশনে এসেছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। কিন্তু স্কুলের এই মাঠই এখন চলে গিয়েছে ঠিকাদারদের দখলে। মাঠের বিভিন্ন অংশ জুড়ে রাখা থাকা বালি, স্টোন, চিপস সহ নানান সামগ্রী।বিভিন্ন সময়ে এরজেরে অসুবিধায় পড়তে হচ্ছে স্কুল কতৃপক্ষকে। এই ঘটনার এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষক দীপক চ্যাটার্জী বলেন, এই স্কুল চাঁচলের গর্ব। স্কুলের সবুজ মাঠে প্রতিদিন উপস্থিত হয় অসংখ্য প্রাতঃভ্রমণকারী ও কচিকাঁচারা। কিন্তু মাঠ দখল করে নির্মাণসামগ্রী রাখায় অসুবিধেয় পড়তে হচ্ছে। যদিও এ ব্যাপারে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আশরাফুল হক বলেন, স্কুলের পক্ষ থেকে মাঠের এক প্রান্তে কোন জিনিস না রাখার নির্দেশ দিয়ে নোটিশ বোর্ডও টাঙ্গানো হয়েছিল।জিনিস রাখলে আর্থিক জরিমানাও করা হবে।
কিন্তু সেই নির্দেশকে অমান্য করে রাখা হচ্ছে নির্মাণসামগ্রী। একজনকে বারণ করা হলে অন্যএকজন সেই নির্দেশ অমান্য করে নির্মাণসামগ্রী রাখছে।এব্যাপারে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে বারংবার অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান হয়নি।অন্যদিকে অবিলম্বে মাঠ দখলমুক্ত করার দাবি তুলেছেন প্রাতঃভ্রমণকারী ও স্থানীয়রা।