নিজস্ব সংবাদদাতা , ইংরেজবাজার , ১৫ ডিসেম্বর : জমি নিয়ে বিবাদের জেরে মহিলাদের শ্লীলতাহানি সহ মারধরের জেরে আক্রান্ত হল একই পরিবারের চারজন। ঘটনায় চাঞ্চল্য মালদার ইংরেজবাজার থানার লিচু মোড় এলাকায়।জানা গিয়েছে, পালপাড়া এলাকার বাসিন্দা সীমন্ত কুমার পালের ৩৩ শতক জমি রয়েছে স্থানীয় লিচু মোড় এলাকায়।
সেই জমি ছোটন সাহা নামে এক যুবক দখল করতে চাইছে বলে অভিযোগ। এমনকী মাঝেমধ্যেই তাদের বাড়িতে চড়াও হয়ে ছোটন সাহা হুমকি দেয় বলে অভিযোগ।মঙ্গলবারও ছোটন দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। মারধোরের পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানিও করা হয়। প্রাণভয়ে এদিন ইংরেজবাজার থানার দ্বারস্থ হন সীমন্তবাবু ও পরিবারের সদস্যরা।এই ঘটনায় সীমন্তবাবুর স্ত্রী কবিতা পাল জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছোটন বাড়ি খালি করবার জন্য হুমকী দিয়ে আসছিল। এদিনও সে দলবল নিয়ে হামলা চালায়। মারধোর করে বাড়ির সকলকে। মহিলাদের পরণের কাপড় ছিড়ে দেয়। এই ঘটনায় বাড়ির সকলেই খুব আতঙ্কিত হয়ে পড়েছি। যে কারণে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা সকলে। এদিন অভিযুক্ত ছোটন সাহা সহ বেশ কয়েকজন এর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের পরিবারের পক্ষ থেকে।ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।