চাঁচল, ১ আগস্ট : অটো-টোটো-ম্যাক্সিক্যাবের চালকদের সঙ্গে বাসচালকদের বিবাদের জেরে রবিবার সকালে চাঁচলে বন্ধ হয়ে গেল বেসরকারি বাস পরিষেবা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এখনও পর্যন্ত পরিষেবা সচল হয়নি।
উল্লেখ্য চাঁচলে নজরুল বাস টার্মিনাস চালু হওয়ার পর থেকেই বিভিন্ন সময় বেসরকারি বাস ও ছোট গাড়ির মালিক এবং শ্রমিকদের মধ্যে নানা কারণে বিরোধ শুরু হয়। এর জেরে মাঝেমধ্যেই বন্ধ হয়ে যায় যাত্রী পরিষেবা।বাসচালকদের অভিযোগ, চাঁচলের কাজি নজরুল বাস টার্মিনাস থেকে বাস বের করতে দিচ্ছেন না অটো সহ ছোট গাড়ির চালকরা। এনিয়ে নিত্যদিন অশান্তিতে ভুগতে হচ্ছে তাঁদের।প্রশাসনের কাছে বারবার বাস রাখার জায়গা চিহ্নিত করার জন্য আবেদন জানিয়ে এসছেন কিন্তু প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।এই ঝামেলার জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীকে।প্রশাসন এই সমস্যার স্থায়ী সমাধান না করলে বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারী দিয়েছেন মালদা বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের চেন মাস্টার প্রদীপকুমার চ্যাটার্জি। অপরদিকে বাসচালক অভিজিৎ সরকার জানিয়েছেন, এদিন সকালে অটোওয়ালারা কিছুতেই বাস বেরোতে দেয়নি। রাস্তাতেই আটকে দেয়। শুধু অটোওয়ালা নয়, টোটো, ফল বিক্রেতারাও বাসরাস্তার পথ আটকে বসে যায়। প্রতিনিয়ত একই ঘটনা ঘটছে তাদের সঙ্গে। বারবার প্রশাসনকে বলা হয়েছে বাস রাখার সুনির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য। কিন্তু তা না হওয়াতে এই সমস্যা বলে জানিয়েছেন তিনি।অন্যদিকে চাঁচল ম্যাক্সিক্যাব ইউনিয়নের সম্পাদক রতনকুমার সাহা জানিয়েছেন, বাস চালকেরা কিছুদিন ধরেই বাস পার্কিং করে চলে যাচ্ছে। ফলে গাড়ি বের করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এনিয়ে ঝামেলার সূত্রপাত থেকেই বাস পরিষেবা বন্ধ করে দেয় চালকেরা।যদিও বাস পরিষেবা বন্ধের জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের।সাহিল সিনহা নামে এক স্কুলছাত্র বলেন, এদিন সামসী যাওয়ার দরকার ছিল। কিন্তু এসে দেখি বাস বন্ধ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও অন্য কোন গাড়ির দেখা মেলেনি।
আরও খবর পড়ুন : সাহসী লড়াই এর পরও অলিম্পিক থেকে বিদায় নিতে হলো সতীশ কুমারকে