নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১২ নভেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় রণকৌশল ঠিক করতে বৃহস্পতিবার রায়গঞ্জে এলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর সাথে একই কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপি আই এমের পলিটব্যুরো সদস্য মহঃ সেলিম। এদিন রায়গঞ্জের পূর্ব নেতাজীপল্লীতে দলের নতুন অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা।
পাশাপাশি দলের জেলা কার্যালয়ে মার্কসীয় গ্রন্থাগার ও প্রয়াত দুই নেতার স্মরণে সভাকক্ষের উদ্বোধন করেন তারা। এরপর তারা যান রায়গঞ্জের শিল্পীনগর এলালায় সিপি আই এম কর্মীদের দ্বারা পরিচালিত শ্রমজীবী ক্যান্টিনে। উল্লেখ্য লকডাউনে অসহায় মানুষদের মুখে প্রতিদিন নামমাত্র খরচে খাবার তুলে দেওয়া হচ্ছে এই ক্যান্টিন থেকে। এদিন শ্রমজীবী ক্যান্টিনের সামগ্রীক ব্যবস্থা খতিয়ে দেখেন বিমান বসু ও মহঃ সেলিম। সিপি আই এম কর্মীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এই দুই নেতা। ক্যান্টিনের পরিষেবা যাতে চালু থাকে সেকারনে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি বিশিষ্ট জনেরাও বিমান বাবুর হাতে আর্থিক সাহায্য তুলে দেন। সবশেষে রায়গঞ্জের বিধানমঞ্চে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কর্মী সভায় বক্তব্য রাখেন দলের দুই শীর্ষ নেতা।